বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশে সংখ্যালঘুরা শতভাগ নিরাপদ

Paris
নভেম্বর ৩, ২০১৬ ৩:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন শতভাগ নিরাপদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। দোষীদের চিহ্ণিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যব্স্থা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ওই ঘটনা কারা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তা শনাক্ত করেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা প্রমাণিত হয়েছে—এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ দল ওই এলাকা পরিদর্শন করেছে। এর বাইরে মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সেখানে অবস্থান করছেন।

মন্ত্রী আরো বলেন, ‘প্রশাসনের কোনো ব্যর্থতা না থাকলেও আমরা ওই এলাকার ওসিকে প্রত্যাহার করেছি। যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সরকারের পক্ষ থেকে সব নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শতভাগ সচেষ্ট রয়েছে।’

এর আগে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র : এনটিভি

সর্বশেষ - জাতীয়