শনিবার , ২৪ আগস্ট ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্র আইসিইউতে

Paris
আগস্ট ২৪, ২০১৯ ৫:৫৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসিবুল ইসলাম নামে চতুর্থ শ্রেণির একজন ছাত্র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইইসিইউতে চিকিৎসাধীন আছে। বিষয়টি নিশ্চিত করেন হাসিবুল ইসলামের মা মাবিয়া বেগম। বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, বাঘা উপজেলায় এই প্রথম স্থানীয় কোনো ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে এটা আমার জানা নেই।

বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের টগর আলীর ছেলে ও গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হাসিবুল ইসলাম (১০)। সে গত সোমবার জ্বরে আক্রান্ত হয়। তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন মঙ্গলবার প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তাকে মেডিকেলে ভর্তি করার পরপরই আইসিইউতে রাখা হয়েছে। হাসিবুল ডেঙ্গুতে আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে গোচর গ্রামের মানুষ আতংকের মধ্যে পড়েছে।
এ বিষয়ে হাসিবুল ইসলামের মা মাবিয়া বেগম জানান, ছেলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। দুই জায়গায় পরীক্ষা করে ছেলের ডেঙ্গু ধরা পড়েছে। হাসপাতালের ডাক্তার ১০ দিন সময় দিয়েছে। এরমধ্যে ৭ দিন পার হয়ে গেছে। ছেলের কি অবস্থা হবে জানি না, আর ৩ দিন বাকি আছে।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বাঘা উপজেলার এই প্রথম শুনলাম স্থানীয় কোনো ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে হাসিবুল নামের কোন ব্যাক্তির ডেঙ্গুতে আক্রান্তের বিষয়ে আমার জানা নেই। এছাড়া এ ধরনের কোন ব্যক্তি আমার কাছে চিকিৎসা নিতে আসেনি।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর