শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

Paris
আগস্ট ১৭, ২০১৯ ৩:২০ অপরাহ্ণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় সাপের দংশনে ইসমা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার লোকমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমা খাতুন লোকমানপুরের চিথলিয়া গ্রামের কৃষক ইসলাম আলীর মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাবা-মা’র সাথে ঘুমিয়ে পড়ে শিশু ইসমা খাতুন। গভীর রাতে বিষধর সাপ তাকে দংশন করে।

সে সময় শিশুটি সাপ দেখে বাবা-মাকে জানালেও তারা অন্য কিছুতে কামড় দিয়েছে ভেবে গুরুত্ব দেননি।

পরে মেয়ের অবস্থা খারাপের দিকে গেলে ঘর খুঁজতে গিয়ে সাপ বের হয়ে যেতে দেখতে পান। এরপর শনিবার সকাল পৌনে ছয়টার দিকে ইসমাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রাজশাহীকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই দিনে সকালে একই এলাকার প্রতাপপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী চায়না বেগম (৪৫) কে বিষধর গোখরা সাপে দংশন করে।

পারিবারিক সূত্র জানিয়েছে, সকাল ৯টার দিকে ঘরের ভেতরে রাখা টিনের বাক্সের নিচ থেকে গোখরা সাপে দংশন করে। এরপর দ্রুত প্রথমে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর