বুধবার , ১০ জুলাই ২০১৯ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মারা গেলেন ৪৪ বছর রোজা পালনকারী সেই মা

Paris
জুলাই ১০, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার পর থেকে সারা বছর রোজা পালন করতেন সখিরন নেছা। দীর্ঘ ৪৪ বছর ধরে প্রায় প্রতিদিনই রোজা রেখেছেন তিনি। সোমবার (৮ জুলাই) বিকালে নিজ বাড়ি সদর উপজেলার বাজার গোপালপুরে বার্ধক্যজনিত কারণে এই মা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি। সোমবার রাতেই গ্রামের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সখিরন নেছার বড় ছেলে ১২ বছর বয়সে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে দেড় মাসের মাথায় সখিরন নেছা প্রতিজ্ঞা করেন, ছেলে ফিরলে যতদিন বেঁচে থাকবেন, ততদিন রোজা রাখবেন। ওইদিনই তার ছেলেকে খুঁজে পান তিনি। এরপর থেকে তিনি রোজা রাখা শুরু করেন। ইসলাম ধর্মের বিধান মেনে বছরে কয়েকটা দিন ছাড়া দীর্ঘ ৪৪ বছর রোজা রেখেছেন তিনি।

হাটগোপালপুর গ্রামের মঞ্জুর ঢালী বলেন, ‘আমার বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি সখিরন নেছা রোজা রাখছেন। শত অভাব-অনটনের মধ্যেও পরের বাড়িতে কাজকর্ম করে ছেলেমেয়েদের বড় করেছেন তিনি।’

সখিরন নেছার ছেলে শহিদুল ইসলাম বলেন, ‘আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক। মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।’

সর্বশেষ - ধর্ম