শুক্রবার , ৫ জুলাই ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে শেখ রাসেল মডেল স্কুল নির্মাণকাজের উদ্বোধন

Paris
জুলাই ৫, ২০১৯ ৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জুবেরী ভবন সংলগ্ন মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধন শেষে মেয়র তার বক্তৃতায় শেখ রাসেল মডেল স্কুল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করায় বিশ্ববিদ্যালয় কর্ক্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এই স্কুলেও মানসম্মত শিক্ষাদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, শেখ রাসেল মডেল স্কুলকে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলা হবে; যাতে এই স্কুল থেকে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হতে পারে।

এ সময় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ বিশিষ্ট শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিসহ সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক এম এ বারী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

প্রায় ১.৩ একর জায়গা জুড়ে এই স্কুল ক্যাম্পাসে চারতলা ভবন নির্মাণ করা হবে। স্কুলে প্রচলিত সুবিধাদি ছাড়াও বঙ্গবন্ধু কর্ণার, আইটি রুম, অন্তঃকক্ষ খেলাধুলার ব্যবস্থা, উন্মুুক্ত মঞ্চ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, অভিভাবদের বসার জায়গা, খেলার মাঠ ইত্যাদি থাকবে।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর