সোমবার , ১ জুলাই ২০১৯ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে একমাসে পাঁচ শিক্ষার্থী ধর্ষণ ও নির্যাতনের শিকার

Paris
জুলাই ১, ২০১৯ ১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলায় গত একমাসে পাঁচজন শিক্ষার্থী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এসব ঘটনায় মামলা ও একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে কয়েকটি ঘটনায় মামলা হলেও পলাতক রয়েছে আসামিরা।

আজ সোমবার (১ জুলাই) সকালে রাজশাহীর একটি বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ এর ‘রিসার্চ, ডকুমেন্টেশন অ্যান্ড পাবলিকেশন ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের জুন মাসে শিক্ষার্থী ধর্ষণ ও নির্যাতনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে গত ১২ জুন রাজশাহীর মোহনপুরে ছাত্রীকে ধর্ষণ ও এক ছাত্রী অপহরণের শিকার হয়। ২৯ জুন বাগমারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের তিন মাসের কারাদণ্ড, ১৩ জুন বাগমারায় ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। ১৫ জুন বাগমারায় জাম দেয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে। ১৬ জুন মোহনপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে বলেও জানানো হয়।

তারা আরও জানায়, রাজশাহীতে গত জুন মাসে ২৬ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১২টি নারী ও ১৪টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর