সিল্কসিটিনিউজ ডেস্ক:
কোপা আমেরিকায় পেরুকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। দলের হয়ে ক্যাসেমিরো, রবার্তো ফিরমিনো, এভারটন, দানি আলভেস ও উইলিয়ান একটি করে গোল করেছেন।
শনিবার মধ্যরাতে কোরিনথিয়ান্স এরিনা স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ১৯ মিনিটের মাথায় গোল ব্যবধান দ্বিগুণ করে ফিরমিনো। ম্যাচের ৩২ মিনিটে এভারটনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধ্বের ৫৩ মিনিটে অধিনায়ক দানি আলভেস গোল করেন। আর নির্ধারিত সময়ের শেষদিকে দলের হয়ে পঞ্চম গোলটি করেন উইলিয়ান। যোগ করা সময়ে ব্যবধান আরো বাড়াতে পারতো ব্রাজিল। ডি-বক্সে জেসুসকে পেরুর গোলরক্ষক গালেসে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন জেসুস। ফলে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল।