বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দু’টি মিষ্টির দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাহিন রেজার নেতৃত্বে অভিযানে জরিমানাকৃত টাকা আদায় করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাহিন রেজা জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে আড়ানী পৌর বাজারের পাল মিষ্টান্ন ভান্ডারে ২ হাজার টাকা ও বৃষ্টি মিষ্টান্ন ভান্ডারে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা রিসিফের মাধ্যমে জরিমানা আদায় করেন। পরে বাজারের অন্যান্য দোকানে মালামালের মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
স/শা