সোমবার , ২২ এপ্রিল ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগাতিপাড়ায় ভিজিডি উপকারভোগী যাচাইয়ে বাড়ি বাড়ি পরিদর্শন ডিসি’র 

Paris
এপ্রিল ২২, ২০১৯ ৫:২২ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় দুস্থ ও মহিলা উন্নয়ন কর্মসূচী’র ২০১৯-২০ চক্রের প্রকৃত ভিজিডি উপকারভোগী যাচাইয়ে সরেজমিনে বাড়ি বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক উপকারভোগীদের সঠিকতা যাচাইয়ে সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। সেসময় তিনি উপকারভোগী নির্বাচনে সংশ্লিষ্টদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন ইউএনও নাসরিন বানু, জেলা মহিলা বিষয়ক অফিসার মো. আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।

এর আগে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান সম্প্রতি দয়ারামপুর ও ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ভিজিডি উপকারভোগীদের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি অর্থবছরে বাগাতিপাড়া উপজেলায় মোট এক হাজার ৯৮৫জন উপকারভোগী ভিজিডি সুবিধা ভোগ করছেন বলে উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর