পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান বলেছেন, গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরাও এখন শহুরে মানের পাঠ গ্রহন করতে পারছে। এটা শুধু মাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। তিনি গ্রামকে শহরে রুপান্তর করার যেন প্রতিজ্ঞা ব্যাক্ত করেছেন তারই অংশ হিসেবে দেশের প্রত্বন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল সেবা পৌছে দিচ্ছেন।
বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল হাজিরা সামগ্রী বিতরন করাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ফলে বিদ্যালয়ের পাঠদান সহজ ও আকর্ষনীয় হয়ে উঠবে এবং ডিজিটাল হাজিরার কারনে শিক্ষার্থীদের স্কুল পালানোর মনোভাব কমে যাবে। এতে পাঠদানে আগ্রহী হয়ে উঠবে শিক্ষকরা এবং শিক্ষকদের দায়বদ্ধতা ও দায়িত্বশীলতাও বৃদ্ধি পাবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এমপিও ভুক্ত ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে উক্ত সামগ্রী গুলো বিতরন করেন পুঠিয়া দুর্গাপুরের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পারভেজ রায়হান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হকের সঞ্চালনে সভায় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিল উদ্দিন আহম্মেদ, সদ্য বিদায়ী ভাইস-চেয়ারম্যান আহম্মদ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দরা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক জানান, উপজেলার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৪ টি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ৬ টি প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা সামগ্রী বিতরন করা হয়।
স/অ