শুক্রবার , ১২ এপ্রিল ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফাটা চাকা নিয়ে সিলেটে ইউএস-বাংলা বিমানের অবতরণ

Paris
এপ্রিল ১২, ২০১৯ ১১:৪০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান ফাটা চাকা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর বিমানের চাকা ফেটে যায়।

এ অবস্থায় ঝুঁকি নিয়ে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটের বিএস–১৩৭ নম্বর বিমানটি।

যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই ফ্লাইট। চাকা ফেটে যাওয়ার খবরে মাঝ আকাশে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি।

সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মুহূর্তে বিমানটির চাকা ফেটে যায়। এ অবস্থায় বিমানটি যাত্রী নিয়ে সিলেটে আসে।

এ ব্যাপারে ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বিমানের চাকায় সমস্যা হয়েছে। সে বিষয়টি খতিয়ে দেখতে একটি ইঞ্জিনিয়ারিং দল সিলেটে গেছে।

সর্বশেষ - জাতীয়