শুক্রবার , ৫ এপ্রিল ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হায়দরাবাদের একাদশে স্থান না পাওয়ায় হতাশ সাকিব

Paris
এপ্রিল ৫, ২০১৯ ১০:৩৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলটির প্রথম ম্যাচে খেলার সুযোগও পেয়েছিলেন তিনি। তবে এর পর আর একাদশে স্থান হয়নি। এতে হতাশ বিশ্বসেরা অলরাউন্ডার।

হায়দরাবাদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মোহাম্মদ নবী ও রশিদ খান। ফলে একাদশে জায়গা পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে সাকিবের। দলের স্বার্থে যে কাউকে একাদশের বাইরে থাকতে হতে পারে-সেটি ভালো করেই জানেন তিনি। তাই সুযোগের অপেক্ষায় আছেন টাইগার অলরাউন্ডার।

সাকিব বলেন, ব্যক্তিগতভাবে চিন্তা করলে বিষয়টি অবশ্যই হতাশার। তবে কিছু সময় দলের পরিস্থিতি বুঝতে হয়। দল দারুণ করছে। এ স্কোয়াড থেকে ৬-৮টি কম্বিনেশন বানানো যাবে। বিদেশিরা ভালো খেলছেন। এখন আমাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। সুযোগ পেলে আশা করছি পারফরম করতে পারব।

গেল আসরেও হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। সেবার সব ম্যাচই খেলেন তিনি। অরেঞ্জ আর্মিদের রানার্সআপ করতে রাখেন অগ্রণী ভূমিকা। এবার সেই তাকেই জায়গা ফিরে পাওয়ার লড়াই করতে হচ্ছে।

সর্বশেষ - খেলা