শুক্রবার , ১৪ অক্টোবর ২০১৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গিবাদ দূর করাই হবে আ. লীগের সম্মেলনের মূল অঙ্গীকার

Paris
অক্টোবর ১৪, ২০১৬ ৪:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ ও চিরতরে জঙ্গিবাদকে দূর করাই এবারের আওয়ামী লীগের সম্মেলনের মূল অঙ্গীকার হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জনান মন্ত্রী।

 

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছু অভিযানে এটা মনে করার কোনো কারণ নেই। এখনো এই সাম্প্রদায়িক শক্তির হুমকি আছে। কাজেই এ সম্মেলনে একদিকে উন্নয়ন সম্প্রীতি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-২০৪১ এটাকেই একদিকে যেমন আমরা মাথায় রাখব, চেতনায় রাখব; অন্যদিকে আজকে আমাদের প্রধান শত্রু, প্রধান বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদকে পরাভূত করব, পর্যদুস্ত করব—এটাই হবে এবারের সম্মেলনের অঙ্গীকার।’

 

সম্মেলনে আওয়ামী লীগের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে পুরোনো ও পরীক্ষিত নেতাদের সঙ্গে তরুণ নেতারাও কমিটিতে স্থান পাবে বলে জানান ওবায়দুল কাদের।

 

সম্মেলনস্থল ও রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য ছাড়া আর কারো ছবি ও নামযুক্ত ব্যানার, ফেস্টুন না রাখারও নির্দেশনা দেন সেতুমন্ত্রী।

 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের পর রাজধানী থেকে অপ্রয়োজনীয় ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়