সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার রাতে পাকস্থলীর জটিলতার সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান আজ বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন রিজভী।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৮৪ সাল থেকেই পাকস্থলীর সমস্যায় ভুগছেন রুহুল কবীর রিজভী। সে সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তলপেটে গুলিবিদ্ধ হন তিনি।
আমিনুল ইসলাম বলেন, ‘বুলেটের আঘাতে রুহুল কবীর রিজভীর অন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাঁর খাদ্যনালিতে অস্ত্রোপচারও করা হয়। তারপরেও মাঝে মাঝে খাদ্যনালিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যার ফলে তীব্র ব্যথা হয়।’
সূত্র: এনটিভি