সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
প্রথম ম্যাচটি জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচটি কম রান করেও দারুণ দক্ষতায় জিতে নেয়।
তৃতীয় ওয়ানডেতে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে পায় ২৭৭ রানের সংগ্রহ। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়দের ব্যাটিং দৃঢ়তায় জেতার জন্য এই রানও যথেষ্ট ছিল না।
১৩ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে শেষ ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। পাশাপাশি ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ।
২৭৭ রান করেও হার মানাটা সত্যিই হতাশার। ম্যাচ শেষে প্রেজেন্টেশন সিরিমনিতে হতাশ মাশরাফি বলেন, ‘শেষ দিকে অনেক শিশির ছিল। সে কারণে স্পিনাররা বল ঠিকমতো ঘোরাতে পারছিল না। বলে টার্ন পাচ্ছিল না। তবে শুরুতে আমরা দারুণ করেছি। বিশেষ করে ইমরুল-তামিম অসাধারণ খেলেছে। মুশফিক ফর্মে ফিরেছে। এ ছাড়া তরুণ খেলোয়াড়রা প্রয়োজনের সময় বল ও ব্যাট হাতে অবদান রেখেছে।’
ইংল্যান্ড দলের প্রশংসা করে তিনি বলেন, ‘তবে ইংল্যান্ড আজ বেশ ভালো খেলেছে। যোগ্য দল হিসেবেই তারা সিরিজ জিতেছে।’
তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। আর সিরিজ সেরা হয়েছেন বেন স্টোকস।
সূত্র: রাইজিংবিডি