বুধবার , ১২ অক্টোবর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গি শুভ রাবির শিক্ষার্থী

Paris
অক্টোবর ১২, ২০১৬ ১১:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আহসান হাবিব শুভ (২৪)। তিনি রাবির ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

 

জঙ্গি শুভ নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেন ও আঞ্জুমান আরা বেগমের ছেলে।

 

শিক্ষার্থী শুভর বিষেয়ে আজ বুধবার রাবির ইংরেজি বিভাগের সভাপতি মাসুদ আখতার বলেন, গণমাধ্যমে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে শুভর সঙ্গে মিল আছে। তাই ধারণা করা হচ্ছে তিনি আমাদের বিভাগেরী শিক্ষার্থী শুভ। শুভ প্রায় দুই বছর ধরে নিখোঁছিলেন।

 

এ বিষয়ে রাবির প্রক্টর মিজবুল হক খান আজাদ বলেন, শুভর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন কিছু বলা হয় নি।

 

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, র‌্যবের পক্ষ থেকে আমাদের কোন কিছু জানানো হয় নি। জানানো হলে তদন্ত করে দেখা হবে।

 

রাইজিংবিটি সূত্রে জানা গেছে, এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর গোদাগাড়ি থানায় (মামলা নং-১৭) অবৈধ অস্ত্র রাখার দায়ে শুভ গ্রেপ্তার হয়েছিলেন। পরে ২০১৫ সালের মে মাসে জামিনে ছাড়া পান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শুভর নিখোঁজের ব্যাপারে তার বাবা আলতাফ হোসেন ২০১৫ সালের ৭ জুলাই বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ক্রমিক নম্বর ৩৬৫।

উল্লেখ্য, গত শনিবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা মির্জামাঠ এলাকায় র‌্যাবের অভিযানে নিহত হয় দুই জঙ্গি। তারা ওই এলাকার একটি তিনতলা বাসার নিচতলায় ছাত্র পরিচয়ে ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল।

 

এ সময় সেখান থেকে ১টি রিভলবার, একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ১০টি চাপাতি, দুটি ল্যাপটপ ও ৬৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

 

স/আ

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর