বুধবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ী উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামানকে বহিস্কার

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ৬:৫১ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সে সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামানকে বহিস্কার করা হয়।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেন্দ্রীয় পার্টি অফিসে এক বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস,সাধারণ সম্পাদক রবিউল আলম,সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক,উপজেলা যুবলীগ সভাপতি দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়াম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব,উপজেলা মহিলা আ’লীগ সভাপতি সুফিয়া খাতুন মিলি,সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবী, পৌর আওয়ামীযুবলীগ সভাপতি আকরব আলী,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু,পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা প্রমুখ।

এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সন্চ্ঞালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

বহিস্কার প্রসঙ্গে এজাজুল হক মানু সিল্কসিটি নিউজকে বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের গঠন তন্ত্র অনুযায়ী কোন নির্বচনে দলের সিদ্ধান্তের বাইরে দলের কেও স্বতন্ত্র হয়ে ভোটে অংশগ্রহন করলে তাকে দল থেকে বহিস্কারের বিধান রয়েছে তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামানকে উপজেলা কার্যনির্বাহী কমিটি লিখিত ভাবে বহিস্কার করে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর