বুধবার , ২৩ জানুয়ারি ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অসামাজিক কাজের প্রতিবাদ করায় রাজশাহীতে তিন দোকানে হামলা

Paris
জানুয়ারি ২৩, ২০১৯ ১১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর ভ্রদা হজের মোড়ে সন্ত্রাসী হামলায় কয়কটি দোকান ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ২৬ নম্বর ওয়াড যুবলীগ পশ্চিমের সভাপতি পলাশসহ অন্তত তিনজন আহত হয়েছে। ভদ্রা আবাসিক এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার ভদ্রা আবাসিক এলাকায় এক নারী সর্দারনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক  কার্যকলাপ চলে আসছিলো বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ওই নারী স্থানীয় কয়েকজন যুবলীগ নেতার পশ্রয়ে বাড়ি ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিলো। তবে সোমবারের ঘটনার পরে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ছড়িয়ে পড়ে। যুবলীগের একটি গ্রুপ ওই বাড়িতে অভিযান চালাতে সহযোগিতা করে বলে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় আরেক নেতার নেতৃত্বে যুবলীগের নেতা পলাশের হোটেলসহ অন্তত তিনটি দোকানে ভাংচুর করা হয়।

আহত যুবলীগ নেতা পলাশ জানান, ওই ঘটনার জের ধরে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে ওই নারী বুধবার সন্ধ্যার দিকে হজোর মড়ের তিনটি দোকানে হামলা করে নেয়। এসময় তিনটি দোকানে ব্যাপক ভাংচুর চালানো হয়। বাধা দিতে গেলে যুবলীগ নেতা পলাশসহ তিনজন আহত হোন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর