শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০১৬ | ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশে জঙ্গিবাদের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Paris
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১১:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিরা এখন আত্মসমর্পণ করতে শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের সুযোগ নেই।

 

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইউনাইটেড ইসলামিক পার্টির সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের পরিবারও তাদের ঘৃণা করতে শুরু করেছে। গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ ও কিশোরগঞ্জে শোলাকিয়া হামলার ঘটনায় নিহত জঙ্গিদের মরদেহ তাদের পরিবার থেকে গ্রহণ না করার সিদ্ধান্ত এ কথা প্রমাণ করে।

 

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সামাজিকভাবে জঙ্গি দমনে দেশের মানুষ এগিয়ে এসেছে-এটি বিশ্বের কাছে অনন্য নজির।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কেউ হত্যা দেখতে চাই না। আমরা কেউ মৃত্যু দেখতে চাই না। আর এই যে যারা মৃত্যুবরণ করেছে, আমাদের কাছে যে কয়েকটি লাশ ছিল আমরা অনেক দিন অপেক্ষা করেছি। অপেক্ষা করেছি এই কারণে তাদের আত্মীয়স্বজন, তাদের বাবা-মা তাদের ডেডবডি নিয়ে যাবে। কিন্তু তাদের আত্মীয়স্বজন, তাদের বাবা-মা ঘৃণায়, ক্ষোভে-দুঃখে লজ্জায় তাদের পরিচয় দিতে তারা আগ্রহ প্রকাশ করে না।’

 

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ইউনাইটেড ইসলামিক পার্টির নেতারা বক্তব্য দেন।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়