বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অভিষেকে বিরল কীর্তি ‘বোলার’ সৈকতের

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ৯:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান হিসেবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে নির্বাচকদের আস্থার প্রতিদানও ভালোমতোই দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে নিজের অভিষেক ম্যাচে আরো চমক জমিয়ে রেখেছিলেন তরুণ এই ক্রিকেটার। বল হাতেও দারুণ এক কীর্তি গড়েছেন ডানহাতি এই অফস্পিনার।

 

তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ভালোই ভোগাচ্ছিলেন দুই আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ ও হাসমতউল্লাহ শাহিদি। হঠাৎ করেই ইনিংসের ১৪তম ওভারে তরুণ সৈকতের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সৈকতও চমক দেখিয়েছেন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে বল করতে এসে। প্রথম বলেই তুলে নিয়েছেন শাহিদির উইকেট।

 

ওয়ানডে ইতিহাসে সৈকতের আগে মাত্র ২৩ জন বোলার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা। বাংলাদেশের কোনো বোলার আগে গড়তে পারেননি এই কীর্তি।

 

সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেকটা স্মরণীয়ই হয়ে থাকবে সৈকতের। এখন বাংলাদেশ শেষপর্যন্ত ম্যাচটা জিতে নিতে পারে তাহলে কোনো আক্ষেপ থাকবে না তরুণ এই ক্রিকেটারের।

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা