বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীর ব্যস্ততম সড়কে জেব্রা ক্রসিং দাবী করলেন এ্যাড: অঙ্কুর সেন

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে নিরাপদে পারাপারের সুবিধার্থে ব্যস্ততম রাস্তায় একাধিক জেব্রা ক্রসিংয়ের জন্য মহানগর পুলিশ কমিশনারের কাছে দাবী জানিয়েছেন জজ কোর্টের সিনিয়র আইনজীবী অঙ্কুর সেন।

 

বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে লিখিতভাবে এই দাবী জানান তিনি।

 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে লিখিত ভাবে তিনি জানান যে, গভীর উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি রাজশাহী মহানগরে সাম্প্রতিক সময়ে যানবাহন বৃদ্ধির কারণে রাস্তা পারাপার কষ্টসাধ্য হয়ে পড়েছে।

 

তিনি বলেন, অধিকাংশ যানবাহন বেপোরোয়া গতিতে চলাচল করে এবং পথচারীদের রাস্তা পারাপারের কোন সুযোগ দেয় না। একারণে জেব্রা ক্রসিং অতি প্রয়োজন। নগরীর সাহেব বাজার সহ ব্যস্ততম রাস্তায় জেব্রা ক্রসিং না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হচ্ছে।

 

গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিং থাকলে যানবাহন ওই সব স্থানে থামতে বাধ্য হবে। ফলে পথচারী নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। সিনিয়র আইনজীবী অঙ্কুর সেন অনতিবিলম্বে নগরীর ব্যস্ততম স্থানগুলোতে জেব্রা ক্রসিং দেয়ার জোর দাবী জানান।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর