বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।আজ বুধবার বেলা ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী নগর শাখার উদ্যোগে সুন্দরবন বিদ্ধংসী রামপাল চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ – মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি সংগঠনের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
ছাত্র ফ্রট রাজশাহী নগর সভাপতি ছাত্র নেতা সুজয় কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাশে বক্তব্য রাখেন বাসদ রাজশাহী জেলা আহবায়ক কমরেড দেবাশীষ রায়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা রাশিব রহমান, রাজশাহী জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সোহরাব হোসেন, রাজশাহী কলেজ ছাত্র ফ্রন্ট নেতা ও জেলা সহসভাপতি মর্তুজা আলী, নিউ ডিগ্রি কলেজ ছাত্র ফ্রন্ট নেতা ও নগর সহসভাপতি পাপ্পু কুমার, রা.বি ছাত্র নেতা লিটন দাস, রাজশাহী পলিটেকনিক এর কৌশিক জামান বনি, রাজশাহী নগর উচ্চ মাধ্যমিক শাখার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।
14483695_424381701065902_1038071661_n
সমাবেশ পরিচালনা করেন বসরকারি পলিটেকনিক ছাত্র ফ্রন্ট নেতা ও জেলা সাধারণ সম্পাদক সোহেল রানা।
বক্তারা বলেন, বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন আছে, বিদ্যুৎ কেন্দ্রে বহু বিকল্পও আছে, কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নাই। রামপাল চুক্তি বাস্তবায়ন হলে ধাপে ধাপে সুন্দরবন ধংসের দ্বারপ্রান্তে যাবে। তাই অবিলম্বে রামপাল চুক্তি বাতিলের দাবি জানান বক্তারা।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর