মঙ্গলবার , ২ অক্টোবর ২০১৮ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দিতে দিতে নেতার মৃত্যু!

Paris
অক্টোবর ২, ২০১৮ ৬:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দলের এক নেতা।

তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. হান্নান মাতুব্বর (হান্নান মেম্বার)।

মঙ্গলবার সকাল সাড়ে ৮চায় নগরকান্দার পোড়াদিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পোড়াদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার জানাজায় নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, হারুনার রশিদ হারেজ, ইসলামী আন্দোলনের নেতা অ্যাডভোকেট কে এম সরোয়ার হোসেন, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, আ. হান্নানের ভাই মুন্নাফ মাতুব্বরসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ্য, বিএনপি নেতা আ. হান্নানের প্রথম জানাজা সোমবার বাদ আছর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

দলের এ নেতার মৃত্যুতে সমবেদনা জানাতে আসা নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়ার সময় দলের নেতা আ. হান্নান মাতুব্বরের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সর্বশেষ - রাজনীতি