সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিউজিল্যান্ডের ইনজুরি তালিকা বাড়ছেই

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ২:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারত সফরে নিউজিল্যান্ডের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি! এ তালিকায় সবশেষ নাম অফস্পিনার মার্ক ক্রেইগ। সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার ‍জায়গায় দীর্ঘ সময় পর দলে ডাক পেয়েছেন ৩৬ বছর বয়সী জিতান প্যাটেল। সবশেষ ২০১৩ সালের জানুয়ারিতে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

 

এর আগে অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে সিরিজ থেকেই ছিটকে যান পেসার টিম সাউদি। যদিও ওয়ানডে দলে আছেন। পাঁজরের ইনজুরিতে প্রথম টেস্ট মিস করছেন অলরাউন্ডার জিমি নিশাম।

 

সাইড স্ট্রেইনের সমস্যা থেকে সেরে উঠতে ক্রেইগের চার সপ্তাহ সময় লাগতে পারে। সম্প্রতি কিউইদের আফ্রিকা সফরের (জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা) চারটি টেস্টই মিস করার পর তিনি দলে ফিরেছিলেন। ইনজুরির কারণে তাকে আবারো মাঠের বাইরে থাকতে হচ্ছে।

 

এদিকে, কানপুর টেস্টে হার এড়ানোর লড়াই করছে সফরকারীরা। এ রিপোর্ট লেখা অবধি পঞ্চম দিনে ৪৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ৫ উইকেটে ১৮৭। এ ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে মাত্র দু’টি উইকেট লাভ করেন ক্রেইগ।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা