বৃহস্পতিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৮ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মোহনপুরে ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগের সাথে উপজেলার ষান্মাসিক সভা

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ৭:১৫ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের সাথে উপজেলা পর্যায়ে ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী স্থানীয় সরকার উপ-পরিচালক পারভেজ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল হালিম, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বানেছা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মির্জা ইমাম উদ্দিন।

ষান্মাসিক পর্যালোচনা সভায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা, অর্জন, উত্তমচর্চাসমূহ চিহ্নিত করা, পরিষদের কার্যক্রম বাস্তবায়নে সমস্যাসমূহ চিহিত করা ও উত্তরণের উপায় নির্ধারণ করা, পরিষদের গৃহীত প্রকল্পের সমন্বয়ের ক্ষেত্রগুলো চিহ্নিত করা, চলতি বছরের (পরবর্তী ৬ মাসের) কর্মপরিকল্পনা তৈরী করা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ইএএলডি প্রকল্প রাজশাহী ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটের (ডিএফ) আবু হেনা মস্তফা কামাল।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর