নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পৌরকর বিল পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে রাসিকের জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর সকল সম্মানিত হোল্ডিং মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে পৌরকর বিল পরিশোধ করলে ১০% ছাড় প্রদান করা হবে। এছাড়াও সকল দোকান মালিকগণের ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফ করা হবে।
এজন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে পৌরকর পরিশোধ করে ১০ ভাগ রিবেটের সুযোগ গ্রহণ ও সারচার্জবিহীন ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
স/আন