নিজস্ব প্রতিবেদক:
নাটোরে র্যাবের অভিযানে ২৫৩০ লিটার চোরাই ডিজেলসহ তেল চোরাচালান চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বুধবার বিকালে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো, নাটোর জেলার লালপুর উপজেলার কালুপাড়া এলাকার মোঃ মহির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আওয়াল (৪৪) ও মোঃ সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮) এবং বাউরা এলাকার মৃত আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮)। তাদেরকে ২০০ লিটার ডিজেল, ৬০০ লিটার পেট্রোল, ৪০০ লিটার কেরোসিন, ১২০০ লিটার মবিল এবং মিশ্রিত-১৩০ লিটারসহ গ্রেফতার করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আজিমপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন হতে ডিজেল চুরি করছে একদল চক্র। উক্ত সংবাদের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ আব্দুল আওয়াল (৪৪) ও রফিকুল ইসলাম (৩৮) এবং মকবুল হোসেন (৪৮) কে রেলওয়ের চোরাই ২০০ লিটার ডিজেল, ৬০০ লিটার পেট্রোল, ৪০০ লিটার কেরোসিন, ১২০০ লিটার মবিল এবং মিশ্রিত-১৩০ লিটারসহ গ্রেফতার করে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
স/শা