সোমবার , ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দায়িত্ব গ্রহণ করলেন আরইউজে সম্পাদক তানজিমুল

Paris
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১০:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানজিমুল হক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার রাতে ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এর আগে রকি ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, দীর্ঘ দিন ধরেই তিনি সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত আছেন। তাই ইউনিয়নের সদস্যরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের মধ্য দিয়ে সাংবাদিকদের এই ভোটের মর্যাদা রক্ষা করবেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইউজে’র সভাপতি কাজী শাহেদ। এ সময় সহ-সভাপতি শরীফ সুমন, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, জনাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার আরইউজে’র সাধারণ সম্পাদক পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হন দৈনিক যুগান্তরের রাজশাহীর স্টাফ রিপোর্টার তানজিমুল হক। আরইউজের গত ২৫ ডিসেম্বরের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাংবাদিক ইলিয়াস আরাফাত পদত্যাগ করলে পদটি শূন্য হয়।

স/শা

সর্বশেষ - মিডিয়ার সংবাদ