বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এসআই এর তাড়া খেয়ে পালাতে গিয়ে আলীম (২৮) নামের এক মাদক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। তিনি বর্তমানে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার বিহারকোল মোড়ে এ ঘটনা ঘটে।
আলীম রাজশাহী জেলার চারঘাট উপজেলার মীরগঞ্জের রাউথা গ্রামের ইসমাইলের ছেলে।
থানা পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ পরিদর্শক লাল মাহমুদ তালুকদারের নেতৃত্বে একটি দল বাগাতিপাড়া-আড়ানী সড়কে বিহারকোল মোড়ে অবস্থান নিয়ে তল্লাশী চালায়। শুক্রবার ভোররাতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে আলীমকে থামতে ওই দল সিগন্যাল দেয়। কিন্তু তিনি মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে নাটোর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রাসেল জানান, আলীমের মুখমন্ডল ও পায়ে গুরুতর জখম হয়েছে। এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের ওই দলটি আলীমের মোটরসাইকেলে থাকা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। একই সাথে মোটরসাইকেলটিও জব্দ করেছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি (চলতি দায়িত্বে) স্বপন কুমার চৌধূরী জানান, এব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক লাল মাহমুদ তালুকদার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যাবসায়ী আলীমের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
স/অ