শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মন্ডপে দূর্গাপুজা

Paris
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ৭:০৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারাদেশে এবার ২৯ হাজার ৩৯৫টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। গতবছর ২৯ হাজার ৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার তা বেড়ে ৩২৪টি বেশি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায়  এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বাসস।

 

এবার পূজার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই চেতনার বিকাশের মধ্যদিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের মূল ধারা আরও শক্তিশালী হবে।’ সারাদেশে উৎসবের আঙ্গিকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করার আহ্বানও জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

বক্তব্য রাখেন এডিশনাল আইজিপি কৃষ্ণপদ রায়, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, পংকজ নাথ এমপি, সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল, যতীন্দ্রলাল ত্রিপুরা, ডি এন চ্যাটার্জী, এ্যাডভোকেট শ্যামল কুমার রায়, ট্রাস্টি সুব্রত পাল প্রমুখ।

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সুভাষ সাহা, অধ্যক্ষ সুর্য্য কান্ত দাস, কৃষ্ণপদ দাস, শংকর সাহা, ধীরেন্দ্রনাথ সরকার, এ্যাডভোকেট রমেন্দ্র নাথ বাপ্পী, রঞ্জিত দাস, তরুণ কর্মকার প্রমুখ।

 
সভায় বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্ধ এলাকার পরিস্থিতি পূজোর প্রস্তুতি এবং নানা সমস্যার কথা তুলে ধরেন। সরকার পূজোর আয়োজনে সর্বাত্মক সহায়তা করছে বলে সভায় উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক পরিস্থিতি বিনষ্ট ও ধর্ম নিরপেক্ষ ধারাকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে দেশের যে ষড়যন্ত্র চলছে, প্রতিমা ভাংচুর ও সাম্প্রদায়িক হামলা তারই অংশ।

 
সভায় শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি, প্রতিটি পূজা মন্ডলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পূজার সময় গুরুত্বপূর্ণ সরকারী ভবনগুলোতে জাতীয় উৎসবের আঙ্গিকে আলোকসজ্জা ও সড়ক সজ্জার দাবি জানানো হয়।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়