সোমবার , ১১ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

Paris
জুলাই ১১, ২০১৬ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জঙ্গিবাদ প্রতিরোধের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী মহানগর ১৪ দল। এরই অংশ হিসেবে রাজশাহী ১৪ দলের সমন্বয়ক জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের আহ্বানে রোববার ১০ জুলাই দুপুরে সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাসদ রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল্লা-হিল-মাসুদ শিবলী। সভায় উপস্থিত ছিলেন- সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা। এছাড়া ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ন্যাপ নেতা মুস্তাফিজুর রহমান খান আলম, সাম্যবাদী দল রাজশাহী মহানগর সম্পাদক কমরেড মাসুদ রানা, জাসদ নেতা নুরুল ইসলাম হিটলার প্রমুখ সভায় অংশ নেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৫ জুলাই বিকাল ৫টায় রাজশাহী কলেজ মিলনায়তনে রাজশাহীর সকল শ্রেণি-পেশার ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। উক্ত প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য রাজশাহীর অর্ধ-শতাধিক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর