সোমবার , ১১ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

Paris
জুলাই ১১, ২০১৬ ৬:১৬ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষে উভয় ট্রাকের চালক গুরুত্বর আহত হয়েছে। আজ সোমবার বিকেল ৪ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহনপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ট্রাক চালক মাসুদ রানা (৩০) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রী মন্ডপুর গ্রামের ট্রাক চালক ইয়াছিন আরাফত (৪০)।

 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া নামক স্থানে রাজশাহী থেকে ঢাকা গামী চাউল বোঝায় ট্রাক (ঢাকা মেট্রে- ট-১১-৪০৮৭) এবং ঢাকা থেকে রাজশাহী গামী খালি ট্রাক (ঢাকা মেট্রে- ট-১৪-৩৩৬৭) ট্রাক এর মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের চালক গুরুতর আহত হয়।  এ সময় পুঠিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনের অবস্থার অবনতি হয়ে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর