রবিবার , ১৯ আগস্ট ২০১৮ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ১০৩৫ বোতল ফেনসিডিলসহ আটক ৪

Paris
আগস্ট ১৯, ২০১৮ ৫:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ১০৩৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুর ২ টার দিকে নগরীর বড়বনগ্রাম শেখপাড়াস্থ চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। িএ সময় দুইটি পাথর ভর্তি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ৯ নম্বর ওয়ার্ড গোরস্থানপাড়া এলাকার হানিফের ছেলে সুজন (২৮), বাবলুর ছেলে ফিরোজ (২৫), মেহেরপুরের বড়বাজার বেলপাড়া এলাকার মৃত কিতাব উদ্দিনের ছেলে শফিউদ্দিন পালু (৪৮) এবং ঢাকার ধামরাইয়ের বড় জেঠাইল এলাকার আব্দুর রহিমের ছেলে সজিব মিয়া (২৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বড়বনগ্রাম শেখপাড়াস্থ চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আটককৃতরা পরস্পর যোগসাজশে সোনা মসজিদ স্থল বন্দর থেকে ফেনসিডিল গুলো ট্রাকের কেবিনে টুল বক্সে সেটিং করে। ট্রাক দুটিতে পাথর লোড করে গাজীপুর যাওয়ার পথে উক্ত ফেনসিডিল গুলো রাজশাহী চৌধুরী ফিলিং ষ্টেশনে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। পরে তাদের ট্রাক তল্লাশী করে ফেনসিডিল উদ্ধার ও ট্রাকগুলো জব্দ করা হয়।

আসামীদের’কে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানা প্রেরণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর