রবিবার , ১২ আগস্ট ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেয়র আরিফের বাসার সামনে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

Paris
আগস্ট ১২, ২০১৮ ১২:৩১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়া বাসার সামনে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দে তিন ছাত্রদল কর্মী ছুরিকাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত ও দু’জনের অবস্থা আশংকাজনক। শনিবার রাত পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হচ্ছেন নবঘোষিত ছাত্রদলের কমিটির বিদ্রোহী বলয়ের নেতা মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু (৩২)। তার দুই সহকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হচ্ছেন জাকির হোসেন উজ্জল ও লিটন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিকের মেয়র হিসেবে আরিফুল হক পুনরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে বাসার সামনে আসেন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় গেটের পাশে অবস্থান নেয়া ছাত্রদলের আরেকটি বলয়ের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পদবঞ্চিত ছাত্রদলের তিন কর্মী আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, রাজু ও উজ্জলের অবস্থা আশংকাজনক। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের কোপ ও ছুরিকাঘাত রয়েছে। তবে রাজুর দুই সহকর্মীর দাবি, রাজু বেঁচে নেই। তারা হাসপাতালের অভ্যন্তরে লাশ দেখে এসেছেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলযোগে নগরীর কুমারপাড়া এলাকায় তার বাসায় যান ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন। আরিফুল হককে বাসায় পৌঁছে দিয়ে ফেরার সময় তিনজন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন গলির মুখে আসা মাত্র শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের উপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা স্টাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। হামলায় গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ফয়জুর রহমান রাজুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হামলার জন্য ছাত্রদলের রকিব গ্রুপকে দায়ী করেছে ফয়জুরের সর্তীর্থরা। কোতোয়ালী থানার এসি কাউছার দস্তগীর জানান, গুরুতর আহতদের আইসিইউতে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যায়। রাত ১০টায় ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও সংঘর্ষের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি। যুগান্তর

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ