সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘কালো তালিকাভুক্ত’ হবেন না মরগান

Paris
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ৪:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খোদ নিজের দেশেই সমালোচিত হয়েছেন ওয়েন মরগান। দুই সাবেক অধিনায়ক মাইকেল ভন আর নাসের হুসেইন তো তাঁর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাঁদের শঙ্কা, সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হলেও আগামীতে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়বে মরগানের জন্য। তবে স্বয়ং অ্যান্ড্রু স্ট্রাউস অভয়বার্তা দিচ্ছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক জানিয়েছেন, বাংলাদেশে না গেলেও মরগানের ‘কালো তালিকাভুক্ত’ হওয়ার কোনো প্রশ্নই নেই।

 

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকার মাটিতে পা রাখার কথা ইংল্যান্ডের। এ বছর মরগানের অধিনায়কত্বে ইংল্যান্ড দারুণ সফল। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দিলেও নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই কারণে ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও আসছেন না বাংলাদেশে।

 

আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের ভারত সফর। সে সফরের দলে মরগান-হেলসকে বিবেচনা করা হবে কি না, এমন প্রশ্নে স্ট্রাউস কিছুটা বিস্মিত। বিবিসি রেডিও ফাইভ লাইভের স্পোর্টসউইক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘শুরু থেকেই আমরা বলে এসেছি যে কারো বিরুদ্ধে আমাদের কোনো পাল্টা অভিযোগ নেই। এমন নয় যে এ দুজন কালো তালিকাভুক্ত হবে বা দল নির্বাচনের সময় তাদের নাম আর বিবেচনা করা হবে না। অবশ্যই তাদের বিবেচনা করা হবে। গত ১২ মাসে দুজনই ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত খেলেছে। বিশেষ করে ওয়েনের অধিনায়কত্ব ছিল অসাধারণ।’

 

অবশ্য ভারত সফরের দলে অন্য কারোর আসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ইংল্যান্ডের অ্যাশেজজয়ী অধিনায়ক স্ট্রাউস, ‘আমরা কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছি না। কারণ, বাংলাদেশের মাটিতে পরিস্থিতি পাল্টেও যেতে পারে। কেউ হয়তো অবিশ্বাস্য ভালো খেলতে পারে সেখানে। তবে ওয়েনকে অধিনায়ক হিসেবে ফেরানোই আমাদের উদ্দেশ্য। অ্যালেক্সকেও বিবেচনা করা হবে দল নির্বাচনের সময়।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা