সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিশুদের খাবারের চার ভুল, জানেন কি?

Paris
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ৩:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিশুদের খাবার নিয়ে প্রায় সব মা-বাবাই চিন্তিত থাকেন। শিশুদের খাবারের বিষয়ে অনেক ভুল ধারণাও থাকে অনেক অভিভাবকের ভেতরে। এমন কিছু ভুল ধারণার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

১.মিষ্টি খেলে শিশু হাইপারঅ্যাকটিভ হয়

অনেক গবেষণায় বলা হয়, শিশুদের অতিরিক্ত চঞ্চলতার (হাইপারঅ্যাকটিভিটি) সঙ্গে চিনি খাওয়ার একটি সম্পর্ক রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেন, শুধু চিনির সঙ্গেই নয়, শিশুদের এ রকম অনিয়ন্ত্রিত আচরণের জন্য কম ঘুম, পুষ্টিহীনতা, কম শারীরিক পরিশ্রম ইত্যাদি জড়িত।

 

২. ওটস শিশুদের জন্য ভালো

কথাটি সঠিক নয়। পুষ্টিবিদদের মতে, ওটস বড়দের জন্য ভালো। তবে শিশু, বিশেষ করে এক থেকে তিন বছরের শিশুদের জন্য ভালো নয়। ওটসের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ। এটি শিশুর হজম পদ্ধতিতে সমস্যা করে।

 

৩. বাদামে শিশুদের অ্যালার্জি হয়

অনেকে মনে করেন, বাদাম খেলে শিশুদের অ্যালার্জি হয়। এটা ঠিক নয়। যদি এরপরও সন্দেহ হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখুন আপনার শিশুর বাদামে অ্যালার্জি আছে কি না।

 

৪. শিশুদের স্বাদ বড়দের তুলনায় আলাদা, শিশুদের তাদের উপযোগী স্বাদের খাবার দেওয়া জরুরি

শিশুদের ছোটবেলা থেকেই যদি ব্ল্যান্ড করা খাবার বা ঝালহীন খাবার খাওয়ান, তাহলে সে এ রকম খাবারই খেতে চাইবে। বলা হয়, বড়রা বাড়িতে যেমন খাবার খায়, এ রকম খাবারেই শিশুদের অভ্যস্ত করানো উচিত।

সূত্র: এনটিভি

সর্বশেষ - সব খবর