রবিবার , ১০ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গিবাদের কারণ বেকারত্ব : এরশাদ

Paris
জুলাই ১০, ২০১৬ ৯:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেকারত্বের কারণে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর মতে, সন্ত্রাস দমনে সরকার ও গোয়েন্দারা ব্যর্থ। আর এই সন্ত্রাস দমনে অন্য দেশের সহযোগিতাও প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রপতি।

 

তিনদিনের সফরে এসে আজ রোববার দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এসব কথা বলেন।

দেশে জঙ্গিবাদের কারণ জানতে চাইলে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এর কারণ আনএমপ্লয়মেন্ট (বেকারত্ব)। এডুকেটেড ইয়ুথ আনএমপ্লয়েড। বাপ-মায়ের বোঝা, সংসারের বোঝা, দেশের বোঝা।

তাদের করার কী আছে? তারা গেছে মরতে। তারা মারবে, মরবে। আরেকটা কথা বিদেশিদের মারল কেন? বিরাট প্রশ্ন আছে। বাঙালিদের ছেড়ে দিয়েছে সবাইকে। বিদেশি মারল কেন?’

 
সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘সরকারকে খুঁজে বের করতে হবে কী করে তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই যুদ্ধে জয়ী হবে। আমি বলব ইনটেলিজেন্স (গোয়েন্দা) ফেইলর। আমি বলব, গুলশানের মতো জায়গায় এত অস্ত্র নিয়ে কয়েকটা ছেলে আসল। আমরা খবর পেলাম না, ইনটেলিজেন্স খবর পেল না, এটা হতে পারে না। ইনটেলিজেন্স ফেইলর।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, ‘তবে এটা ঠিক গভর্নমেন্ট ইজ ফেইলড টু কন্ট্রোল দিস টেররিস্ট। এটা ঠিক। আমরা বৈদেশিক কোনো সাহায্য চাই না। আমরা একটি গর্বিত জাতি।

আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। আমরা কোনো বিদেশি হস্তক্ষেপ চাই না। এই সন্ত্রাসের মূলে আমরা যাব। সন্ত্রাস দমনে যা করার নিজেরা করব। অন্যের কোনো সহযোগিতার প্রয়োজন নাই।’

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কার কথাও জানান এরশাদ। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে বসার জন্য সরকারকে আহ্বান জানান তিনি।

সুত্র: এনটিভি

সর্বশেষ - রাজনীতি