রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেসির পরেই ডি ব্রুইনের অবস্থান!

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ১১:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লিওনেল মেসি আজ ফুটবলের মহানায়ক, রেকর্ড পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। স্বয়ং পেলের বিশ্বাস, বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসি। তাঁর তুলনায় কেভিন ডি ব্রুইনের কতটুকুই বা পরিচিতি। তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মতে, এই মুহূর্তে সেরা ফুটবলারের তালিকায় মেসির পরেই রাখতে হবে ডি ব্রুইনকে!

 

গত বছর জার্মানির ভল্ফসবুর্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইন। ২০১৫-১৬ মৌসুমে তাঁর পারফরম্যান্স ছিল মোটামুটি। গত মৌসুমে তিনি করেছিলেন ১৬টি গোল।

 

এবার অবশ্য শুরু থেকেই যথেষ্ট উজ্জ্বল ম্যানসিটির বেলজিয়ান ফরোয়ার্ড। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের ২-১ গোলের জয়ে ডি ব্রুইনের অবদানই ছিল সবচেয়ে বেশি। প্রথম গোলটি নিজে করার পর তাঁর পাস থেকেই দ্বিতীয় গোল করেছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেলেচি ইহান্যাচো।

 

শনিবার বোর্নমাউথের বিপক্ষে আবার জ্বলে উঠেছিলেন ডি ব্রুইন। ১৫ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে দলকে এগিয়ে দেওয়ার পর ম্যানসিটির বাকি তিন গোলেও অবদান রেখেছিলেন তিনি। ম্যাচটা ৪-০ গোলে জিতে ডি ব্রুইনের প্রশংসায় মেতে উঠেছেন গার্দিওলা। বার্সেলোনার সাবেক কোচের মতে, ‘মেসি হয়তো একটা টেবিলের একপাশে থাকতে পারে। তবে অন্যপাশে থাকতে পারে শুধু কেভিন। সে একজন বিশেষ খেলোয়াড়, অসাধারণ খেলোয়াড়। সে সবকিছুই করতে পারে।’

 

একসময় গার্দিওলার কোচিংয়ে খেলে মেসি-জাভি-ইনিয়েস্তারা বিশ্বসেরা দলে পরিণত করেছিলেন বার্সেলোনাকে। বার্সার পর বায়ার্ন মিউনিখের কয়েকজন বিখ্যাত ফুটবলারও খেলেছিলেন তাঁর অধীনে। তবু ডি ব্রুইনের খেলা দেখে গার্দিওলা মুগ্ধ, ‘মাঠে প্রত্যেক সময় সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর সে কারণেই সে অন্য পর্যায়ের ফুটবলার। আমার আর আমার দলের সৌভাগ্য যে তাকে পেয়েছি।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা