সিল্কসিটিনিউজ ডেস্ক:
বুলাওয়ের আকাশ যতটা মেঘলা দেখাল, জিম্বাবুয়ে ক্রিকেটের ওপর জেঁকে বসা মেঘটা যেন সেটির চেয়ে গাঢ়। সাফল্যের দেখা নেই। দলটা ব্যর্থও হচ্ছে এমনভাবে, লড়াইয়ের ছিটেফোঁটাও নেই।
আজ পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে, একটা সময়ে মনে হচ্ছিল ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ে নিজেদের রেকর্ডটা নতুন করে লিখবে পাকিস্তান। সেটি হয়নি, জিম্বাবুয়েকে ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েও রেকর্ড হয়নি পাকিস্তানের। রানের ব্যবধানে এটি তাদের পঞ্চম বৃহত্তম জয়।
ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করা ইমাম-উল-হকের দ্বিতীয় সেঞ্চুরি পেতে আর মাত্র তিন ম্যাচ লেগেছে। চাচা ইনজামাম-উল-হকের পরিচয়ে নয় ইমাম যে নিজের পরিচয়ে পরিচিত হতে চান, সেটিই যেন বুঝিয়ে চলেছেন। আজ খেলেছেন ১২৮ রানের দ্যুতিময় এক ইনিংস। ফখর জামানের সঙ্গে ওপেনিং জুটিতে দারুণ শুরু এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা। ফখর-ইমাম উদ্বোধনী জুটি ১১৩ রান যোগ করে পাকিস্তানকে বড় স্কোরের ভিত্তি দিয়েছে। ফখর ৬০ রানে আউট হলেও ইমাম তিন অঙ্ক ছুঁয়েই ফিরেছেন।
শুরুটা ভালো হয়েছে, ইমামও স্বচ্ছন্দে এগিয়েছেন, পাকিস্তানের স্কোরটা আরও বড় হতেই পারত। ৪০ ওভারে তাদের স্কোর ছিল ২ উইকেটে ২২৪। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলতে পেরেছে ৮৪ রান। জিম্বাবুয়ের কাছে অবশ্য ৩০৯ রানের লক্ষ্যটাই অনতিক্রম্য হয়ে গেছে। উসমান খান ও ফাহিম আশরাফের জোড়া আঘাতের পর জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছেন লেগ স্পিনার শাদাব খান। ৩৫ ওভারে ১০৭ রান অলআউট জিম্বাবুয়ে। শাদাব ৩২ রানে পেয়েছেন ৪ উইকেট।