মঙ্গলবার , ৩ জুলাই ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবশেষে কোটা আন্দোলনের নেতা ফারুককে গ্রেফতার দেখাল পুলিশ

Paris
জুলাই ৩, ২০১৮ ৬:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি মোটরসাইকেল পোড়ানোর মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বিকালের মধ্যেই তাকে আদালতে তোলা হবে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকাল ৩.৪১ মিনিটে ফারুক হোসেনের বড় ভাই আরিফুল ইসলাম বলেন, আমার ছোট ভাই ফারুককে সোমবার থেকে পাওয়া যাচ্ছে না। শাহবাগ, নিউমার্কেট ও রমনা থানায় খোঁজ করেছি কিন্তু কোনো জায়গায় তারা গ্রেফতারের কথা জানায়নি।

আরিফুল ইসলাম জানান, ভাইয়ের খোঁজ জানতে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে আল আমিন নামের ছাত্রলীগের এক কর্মী জানান, তিনিই ফারুককে তুলে নিয়ে শাহবাগ থানায় দিয়ে আসেন।

এ বিষয়ে আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফারুককে তিনি তার মোটরবাইকে করে শাহবাগ থানায় দিয়ে এসেছিলেন।

ফারুকের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে আল আমিন বলেন, ফারুকের বিরুদ্ধে ‘মহামারী’ অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল আমিন বলেন, ‘কোটা সংস্কার চাই’-এই ফেসবুক পেজ থেকে ‘সরকারবিরোধী’ কথাবার্তা ছড়ানো হয়। যেহেতু ফারুক হোসেন ওই প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক, তাই তিনিও দোষী।

ফারুক গ্রেফতার হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ডিউটি অফিসার রমজান হোসেন বলেন, থানায় ফারুক হোসেন নামের কেউ গ্রেফতার নেই। কোনো মামলাও নেই।

সর্বশেষ - জাতীয়