সিলসিটিনিউ ডেস্ক:
নগরীর পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় মহানগর গোধূলী ট্রেনের চারটি বগি উল্টে গেছে।এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
উল্টে যাওয়া চারটি বগি বাদে বাকি ১২ বগি নিয়ে গোধূলি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও এখনো উদ্ধার কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার।
তিনি বলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে উদ্ধারকারী ট্রেন। সেখানে উদ্ধার কাজ শেষ হলে পাহাড়তলীতে শুরু হবে।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকাগামী সোনার বাংলা, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম স্টেশন ছাড়তে পারবে না বলে জানিয়েছেন ফিরোজ ইফতেখার।
দুটি দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকাসহ বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনগুলো চট্টগ্রামে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে চট্টগ্রাম স্টেশন থেকেও অনেক ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারবে না।
রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার যাত্রীবাহী মহানগর গোধূলী ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পাহাড়তলী স্টেশনের কিছু দূরে ক্রসিংয়ে লাইন পরিবর্তনের সময় চারটি বগি উল্টে যায়। তবে প্রাথমিকভাবে কোন হতাহতের খবর জানা যায়নি।
অভিযোগ রয়েছে, আপ লাইন থেকে ডাউন লাইনে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। কারণ লাইন পরিবর্তনের সময় সর্বোচ্চ গতি থাকতে হয় ৮ থেকে ১০ কিলোমিটার।
সূত্র: বাংলানিউজ