নিজস্ব প্রতিবেদক:
আজ বিশ্ব মেট্রোলজি দিবস। প্রতি বছর ২০ মে বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের স্লোগান ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রম বিবর্তন’।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিএসটিআই দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আজ রোবার সকালে নানকিং দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএসটিআই রাজশাহীর পরিচালক আলতাব হোসেন। প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুব্রত পাল।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, বিসিএসআইআর রাজশাহীর উপপরিচালক খাইরুল ইসলাম। বিশেষজ্ঞ অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সাদরুল ইসলাম।
স/আ