রবিবার , ১০ জুলাই ২০১৬ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত শতাধিক

Paris
জুলাই ১০, ২০১৬ ৯:৫১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থক সেনাদের সংঘর্ষে শতাধিক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী জুবায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

২০১১ সালের ৯ জুলাই সুদান থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। শুক্রবার স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট সালভা কির তার এক সময়ের বিরোধী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সঙ্গে বৈঠকে বসেন। এসময় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে কির ও মাচারের দেহরক্ষীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এই সংঘর্ষ রাজধানীসহ বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।


সেনাবাহিনীতে মাচারের সমর্থকদের মুখপাত্র উইলিয়াম গাতজিয়াত দেং জানিয়েছেন, প্রেসিডেন্ট ভবন ও সেনা ব্যারাকে সংঘর্ষ হয়েছে।

তিনি বলেন, শনিবার সকালে আমরা ৩৫ মাচার সমর্থক সেনার এবং ৮০ সরকারি সেনার মৃতদেহ উদ্ধার করেছি।

তবে স্থানীয় সংবাদমাধ্যম রেডিও তামাজুজ নিহতের সংখ্যা ১৪৬ বলে জানিয়েছে।

হামলার দায় কেউ না নিলেও প্রেসিডেন্ট কির ও ভাইস প্রেসিডেন্ট মাচার তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সূত্র:এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক