বুধবার , ৭ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিরিয়া বাহিনীর বিরুদ্ধে ক্লোরিন বোমা ব্যবহারের অভিযোগ

Paris
সেপ্টেম্বর ৭, ২০১৬ ১০:০১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে আলেপ্পোতে ক্লোরিন সমৃদ্ধ ব্যারেল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার হেলিকপ্টার থেকে সিরীয় বাহিনী এ বোমা ছোড়ে। এ হামলায় ৮০ জন আহত হয়েছে।

 

দেশটির জরুরি স্বেচ্ছাসেবী কর্মীরা জানিয়েছেন, আলেপ্পোর সুকারি অঞ্চলে ওই বোমা ছোড়ার পর লোকজন শ্বাসকষ্টে ভুগছে।

 

তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি তদন্ত দল গত আগস্টে কমপক্ষে দুটি ঘটনায় সিরীয় সরকারের বিরুদ্ধে ক্লোরিন ব্যবহারের সত্যতা পায়। যদিও বাশার আল-আসাদের সরকার সব সময়ই রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করে আসছে।

Syria

 

সিরিয়ান সিভিল ডিফেন্স নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ইব্রাহেম আলহাজ জানিয়েছেন, সিরীয় বাহিনী হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ছোড়ার পরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। তার ভাষায় ক্লোরিন গ্যাস সমৃদ্ধ চারটি সিলিন্ডার হেলিকপ্টার থেকে ছোড়া হয়।

 

সিরিয়ান সিভিল ডিফেন্স সরকারবিরোধীদের দখলে থাকা এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। তারা তাদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, কিছু শিশু মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে আছে। এ ছাড়া মঙ্গলবার বোমা হামলার পর থেকে শ্বাসকষ্টে ভুগছেন- এমন অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক