নিজস্ব প্রতিবেদক:
আমরা শ্রমিক না প্যাঠ। প্যাঠের আবার কিসের দিবস। শ্রমিক তো শ্রমিকই। একটা দিন কাজ না করতে আসলে, বড় বাবুদের অনেক কথা শুনতে হয়। বড় বাবুরা বকাঝকা করে। কি করবো কাজ করতে এসেছি, কাজ করি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নায়টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় ১১ জন শ্রমিককে রেলওয়ের কাজ করতে দেখা যায় । শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা এসব কথা বলেন।
তারা আরো বলেন, আমরা সরকারি শ্রমিক। প্রায় ২৪ ঘন্টা কাজের মধ্যে থাকতে হয়। কোথাও রেল দুর্ঘটনা ঘটলে আমাদের ছুটি চলে যেতে হয়। কোন কথা ছাড়ািই। আজ শ্রমিক দিবস। আমাদের কাজে আসার কথা না। বড় বড় কর্মকর্তাদের কথা তোপে কাজে আসতে হচ্ছে।
তারা আরো বলেন, বড় বড় কর্মকর্তা ঠিক ছুটিতে আছে। আর আমাদের কাজে পাঠিয়ে দিয়েছেন। অনেক কর্মকর্তাকে ফোন দিলেও পাওয়া যায়না। শ্রমিক দিবসের ছুটি কথা বলবো তাই। আবার তারা হুমকি দেয়া বদলি করে দেবো।
কাজের দায়িত্বে থাকা আলমগীর হোসেন সিল্কসিটি নিউজকে জানায়, তারা হুকুমের গোলাম। অফিসাররা কাজে আসতে বলেছে তাই এসেছেন।
রাজশাহী রেলওয়ের পিডাব্লুআই আবদুস সালাম সিল্কসিটিনিউজকে বলেন, তারা সরকারি জরুরী শ্রমিক। ওদের কাজ করতে হবে। আজ শ্রমিক দিবস এমন কথা বললে তিনি বলেন, তারা আধা বেলা কাজ করবে।
স/আ