শনিবার , ৯ জুলাই ২০১৬ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

Paris
জুলাই ৯, ২০১৬ ৭:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডা. জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধে কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছে ভারত সরকার। শুক্রবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে।

 

১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর জানা যায়, হামলাকারীদের কয়েকজন জাকির নায়েকের ভক্ত ছিলেন। তার অনুষ্ঠান নিয়মিত দেখতেন তারা। এরপরই জাকির নায়েক ও পিস টিভির বিষয়ে অনুসন্ধানের জন্য ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে পিস টিভির সম্প্রচারের লাইসেন্স নেই। কিছুসংখ্যক কেবল অপারেটর অবৈধভাবে দুবাই থেকে আপলিঙ্ক করা এই চ্যানেলটির ডাউনলোড লিঙ্ক ব্যবহার করে ভারতে সম্প্রচার করত।

 

শুক্রবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা দপ্তর ও জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তারা যোগ দেন। তারা ভারতে লাইসেন্সবিহীন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের বিষয়ে আলোচনা করেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পিস টিভিসহ লাইসেন্সবিহীন চ্যানেলগুলো যেসব কেবল অপারেটর সম্প্রচার করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গোয়েন্দা ব্যুরো ও এনআইএকে পিস টিভিতে প্রচারিত অনুষ্ঠানগুলো পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।’

 

তিনি বলেন, ‘আমি জাকির নায়েকের বক্তব্য শুনেছি এবং পিস টিভির অনুষ্ঠানও দেখেছি। আজ আমি আমার কর্মকর্তাদের নিয়ে অনুসন্ধান করেছি। এটা আমাদের দেশের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়।’

 

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক