সিল্কসিটিনিউজ ডেস্ক:
নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম এর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বর্তমানে তিনি রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার আফসানা খানমের বাবা ড. এম এ কাশেম শেখ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল রবিবার ভোরে রাজধানীর উত্তরার বাসায় পাইলট আবিদের স্ত্রী স্ট্রোক করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় সকাল সাড়ে ৮টার দিকে নিউরো সায়েন্স হাসপাতালে আনা হয়।
হাসপাতালে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে গতকালই চিকিত্সকরা তার অস্ত্রোপাচার করেন। অপারেশনের পর তাকে নিউরো সায়েন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
যুগান্তর