সিল্কসিটিনিউজ ডেস্ক:
পদ্মা নদীতে প্রবল স্রোত ও ফেরিঘাটে সমস্যার কারণে পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাটে কয়েকশ পণ্যবাহী ট্রাকসহ অন্তত ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, এ ঘাটে পারের অপেক্ষায় অন্তত দুইশ পণ্যবাহী ট্রাকসহ তিন শতাধিক গাড়ি রয়েছে।
পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিদ্দীন রাসেল জানান, পাটুরিয়া পণ্যবাহী ট্রাকসহ অন্তত দুই শতাধিক গাড়ি আটকে আছে।
এদিকে, দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে দুইটি ঘাট সচল রয়েছে। তিন নম্বর ঘাটে মেরামত কাজ চলছে এবং এক নম্বর ঘাট নদীতে বিলীত হয়ে গেছে।এ রুটে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।
সূত্র: কালের কণ্ঠ