রবিবার , ১১ মার্চ ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হামলা চালিয়েও থমকে গেল বাঘ, বেঁচে ফিরলেন গোয়ালতোড়ের বাসিন্দা

Paris
মার্চ ১১, ২০১৮ ১১:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাঘের হামলায় আহত পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের কুশকাটি গ্রামের জয়রাম সরেন৷ রবিবার বিকেলে স্থানীয় একটি জঙ্গলে ঘটনাটি ঘটে৷

আহত জয়রাম জানান, রবিবার বিকেল চারটে নাগাদ পাঁচ বন্ধু মিলে বনশুকর শিকার করতে কুশকাটির জঙ্গলে ঢুকেছিলেন তাঁরা৷ প্রায় দেড় কিলোমিটার যাওয়ার পর একটা ক্যানেল পার হয়ে কিছুটা যেতেই বাঘ দেখতে পান বলে দাবি জয়রামের৷

তাঁর দাবি, ‘‘সঙ্গে সঙ্গে যে যার মতো আমরা পাঁচ জনে দৌড়ানো শুরু করি৷ ক্যানেল পার হওয়ার সময় আমার হাতে বাঘের থাবা পড়ে৷ কিন্তু বাঘটা তারপর আর আমাকে তাড়া না করে দাঁড়িয়ে যায়। আমি আর কোনও দিকে না তাকিয়ে গ্রামে পালিয়ে আসি৷’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়রাম গুরুতর জখম অবস্থায় গ্রামে আসে৷ তিনি যখন গ্রামে আসেন, তখন তাঁর সঙ্গে আর কেউ ছিল না৷ গ্রামের বাসিন্দারাই প্রথমে তাঁকে কেয়াশোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ তার পর সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন৷ তবে তাঁর বন্ধুদের কোনও খোঁজ মেলেনি৷ জয়রাম সরেনও এ বিষয়ে কিছু বলতে পারেননি৷

এদিকে বাঘের পায়ের ছাপ প্রতিদিন বেড়েই চলছে নতুন নতুন জায়গাতে। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। রবিবার সকালে যদিও ওই ঘটনাস্থলের থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে কিয়ামাচা ও জিরাপাড়া দু’টি বনলাগোয়া গ্রামে পায়ের ছাপ দেখা যায়। সেগুলির নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বনদফতর৷

তবুও বাঘের হামলা মানতে চায় না বনদফতর। জেলা বন দফতরের এক আধিকারিক বলেন, ‘‘ওটা বাঘের হামলা নয়৷ বাঘ হামলা করলে ছেড়ে পালিয়ে আসতে পারতো ? শিকারে গিয়েছিল তাই ওখানে বন বিড়াল হামলা করেছে৷ আর অতর্কিতে হামলার ফলে খেয়াল করেই দেখেনি ওটা বাঘ না বেড়াল। ’’ কলকাতা ২৪

সর্বশেষ - বিচিত্র