শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কলকাতায় তিন বাংলাদেশি গ্রেপ্তার

Paris
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ৮:১৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের কলকাতায় পৃথক দুই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। গত বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের সময় দুজন এবং কলকাতার নিউটাউন থেকে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাঁদের আদালতে নেওয়া হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।গ্রেপ্তারকৃত দুজন হলেন মোহম্মদ বেলাল হোসেন ও ইমরান হোসেন। তাঁদের বাড়ি যশোরে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন ভারতীয় পাসপোর্টে কুয়েতে চাকরি করতেন। টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্বের যাবতীয় কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করেছিলেন তাঁরা। বুধবার বিকেলে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক।

অন্য ঘটনায় হাবিবুল্লাহ ছানা (৪৫) নামে সাতক্ষীরার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে কলকাতার নিউটাউন থানার পুলিশ। হাবিবুল্লাহ প্রায় চার বছর ধরে নিউটাউনে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাঁর কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র জব্দ করেছে পুলিশ।

কী কারণে বাংলাদেশ থেকে ভারতীয় হিসেবে তিনি কলকাতায় থাকতে শুরু করেছেন বা কার মাধ্যমে বৈধ কাগজপত্র পেলেন তা গোয়েন্দারা তদন্ত করে দেখছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়